দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পার্ক সার্কাসের খান পরিবারে এখন সাজো সাজো রব। সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমের টানে চলে এসেছেন হবু পুত্রবধূ। তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের আবহ৷ মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন পাকিস্তানি তরুণী জাওয়ারিয়া খানম৷ হবু জীবনসঙ্গিনীর জন্য অপেক্ষা করছিলেন শামীর৷প্রেমের টানে সাত সমুদ্র তেরো নদী পার! কলকাতার তরুণের প্রেমে পড়েছিলেন পাকিস্তানের তরুণী। শেষ পর্যন্ত সেই সম্পর্ক গড়ায় বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত। দুই বাড়ির তরফেই কোনও আপত্তি ছিল না। কলকাতার যুবককে বিয়ে করতে এলেন পাকিস্তানি তরুণী জাভেরিয়া খানম। সঙ্গে এসেছেন তাঁর বাবাও। পাকিস্তানি তরুণীকে বিদেশ মন্ত্রক ভারতে আসার জন্য ৪৫ দিনের ভিসা দিয়েছে। জানা গিয়েছে কলকাতার প্রেমিক সমীর খানকে বিয়ে করতে পাকিস্তান থেকে ছুটে আসছেন তরুণী জাভেরিয়া খানম। তাঁর বাবা আহমেদ কমল খান ইউসুফজাই সঙ্গে এসেছেন।আগামী বছরের জানুয়ারি মাসেই সমীরের সঙ্গে জাভেরিয়ার বিয়ের দিন স্থির হয়েছে। জাভেরিয়া কলকাতায় পৌঁছনোর পরেই ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সমীর। সমীর বলেন, উদ্দেশ্য সঠিক হলে সীমান্ত পার করে আসা কোনও বিষয় নয়। জানুয়ারিতেই বিয়ে। তাই এবার দীর্ঘ ভিসার জন্য আবেদন জানাবেন জাভেরিয়া।সমীর জানিয়েছে, ২০১৮ সালের মে মাস থেকে জাভেরিয়ার সঙ্গে তার আলাপ। জার্মানিতে আমি পড়াশোনা করতাম। বাড়িতে মায়ের ফোনে আমি প্রথম জাভেরিয়ার ছবি দেখে আমার ভালো লাগে। আমি মাকে জাভেরিয়াকে বিয়ের ইচ্ছের কথা জানিয়েছিলাম।উল্লেখ্য, চলতি বছরের প্রথমে পাক বধূ সীমা হায়দার তার সন্তানদের সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তরপ্রদেশের নয়ডার যুবককে শচীনকে বিয়ে করেন। ২০১৯ সালে অনলাইন গেম পাবজি খেলার মাধ্যমে দুজনের আলাপ হয়। তার পর থেকেই পাক কন্যার ভারতে প্রবেশের উদ্দেশ্য নিয়ে চাপানউতোর তৈরি হয়।জাভেরিয়া জানান, এই মুহূর্তে ৪৫ দিনের ভিসা নিয়ে তিনি ভারতে এসে পৌঁছেছেন। ভীষণ ভালো লাগছে। শ্বশুরবাড়ির সকলের কাছ থেকে খুব ভালোবাসা পেয়েছি। জানুয়ারির প্রথম সপ্তাহেই সমীরের সঙ্গে বিয়ে।