প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি পাঠানো হল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে। সূত্রের খবর, বিচারপতি মনে করছেন, প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া উচিত।মামলাকারী বিদেশ গাজীর বক্তব্য, পঞ্চম শ্রেণিকে পুরোপুরি ভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চলে।
যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসাবে ধরা হয়। মামলকারীর আইনজীবী ওমর ফারুক গাজী জানিয়েছেন, প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া, তা পঞ্চম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। কেন্দ্রের শিক্ষার অধিকার আইনের দু’নম্বর ধারার অন্তর্গত উপধারায় বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য একটিই পরীক্ষা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য হবে অন্য একটি পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকারও প্রথম থেকে পঞ্চম শ্রেণির নিয়োগের জন্য একটিই টেট নেয়। তা হলে কেন পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের অন্তর্ভূক্ত করা হচ্ছে না। মামলাকারী দাবি তুলেছেন, ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চ প্রাথমিকের অন্তর্ভূক্ত করা হোক।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই মামলায় রাজ্য সরকারের নীতি জড়িয়ে রয়েছে। এটি জনস্বার্থ মামলা হিসাবে বিবেচনা করা উচিত। তাই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত।