Breaking News

হাওড়া স্টেশনে দিনেদুপুরে রক্তারক্তি কাণ্ড!প্রকাশ্যে মহিলাকে ছুরির কোপ,অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশের

নিজস্ব সংবাদদাতা :- বুধবার হাওড়া স্টেশনে এক মহিলাকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মুঙ্গেশ যাদব। হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান মহিলা।পুলিশ সূত্রে জানা গেছে, বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস তাঁর স্ত্রী রিভু বিশ্বাস ও ছেলেমেয়েকে নিয়ে মুম্বই যাচ্ছিলেন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ছিল। তাঁদের সঙ্গে ছিলেন মুম্বইবাসী মুঙ্গেশ যাদব। জানা গেছে মুম্বইয়ে একটি হোটেলে কাজ করেন পিন্টু এবং অভিযুক্ত । পরিবার নিয়ে মুম্বই থাকে পিন্টু। এদিন স্টেশনে আসার পর আচমকা সে পিন্টুকে ওষুধ কিনতে পাঠায়। পিন্টু সেখান থেকে চলে গেলেই মুঙ্গেশ ব্যাগ থেকে ছুরি বের করে রিভুর পেটে ঢুকিয়ে দেয়। মহিলা যন্ত্রণায় চিৎকার করতে থাকলে ছুটে আসেন আরপিএফ এবং অন্যান্য যাত্রীরা। বালেশ্বর ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখায় বলে অভিযোগ। যদিও আরপিএফ মুঙ্গেশকে হাতেনাতে ধরে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। পাশপাশি, জখম রিভুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসায় সাড়া দেননি তিনি, মৃত্যু হয় তাঁর।মুঙ্গেশকে জিজ্ঞাসবাদ করে পুলিশ জানতে পেরেছে, পিন্টু এবং তাঁর স্ত্রীর সঙ্গে পরিচয় হয় মুম্বইয়ের এক হোটেলে। রিভুর প্রেমে পড়ে গিয়েছিলেন বছর পঞ্চাশের রাঁধুনি মুঙ্গেশ। তাঁর দাবি, রিভু তাঁকে বিয়েও করবেন বলেছিলেন। তাই অনেক টাকা নিয়েছিলেন তাঁর থেকে। মহারাষ্ট্র থেকে উত্তর ২৪ পরগনায় রিভুর বাড়িতেও এসেছিলেন। কিন্তু বিয়ে করতে হঠাৎ বেঁকে বসেন রিভু। তাঁকে ট্রেন ধরিয়ে দিতে সস্ত্রীক রিভু এসেছিলেন হাওড়া স্টেশনে। সেখানে রাগের চোটে রিভুর পেটে ছুরি চালিয়ে দেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *