প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর কাণ্ডের জন্য প্রতিবাদে রাত দখল কর্মসূচিতে বুধবার যোগ দিতে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে হাজির হতেই তাঁকে দেখে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। এদিন রীতিমত জনরোষের মুখে পড়েন অভিনেত্রী। ১৪ অগস্ট যখন রাত দখল হয় তখন শহর তথা দেশে না থাকার কারণে যোগ দিতে পারেননি ঋতুপর্ণা। তার দুদিন পর প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষের শিকার হন তিনি। সেই ঘটনার পর এদিন অর্থাৎ ৪ সেপ্টেম্বর যখন ফের রাত দখলের ডাক দেওয়া হয় আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে সহ নাগরিকদের পাশে দাঁড়াতে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁকে সেখানে দেখে খেপে ওঠেন সাধারণ মানুষ। গাড়িতে উঠে বেরিয়ে যেতে চাইলেও নিস্তার পাননি। ঋতুপর্ণার গাড়িতে রীতিমতো ধাক্কা দেন আন্দোলনকারীরা। জোটে অশ্রাব্য ভাষায় গালিগালাজও। এমনকী আন্দোলকারীরা জুতো ছুঁড়ে মারেন অভিনেত্রীকে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন টলিপাড়ার তারকারা। ঘড়িতে তখন ৯টা । শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে, জনতার ভিড়ে মিশে গিয়েছিলেন টলি তারকারা । মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান ঋতুপর্ণাও । তবে, সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি । প্রবল জনরোষের মুখে পড়তে হয় তাঁকে । ঋতুপর্ণাকে ব্যঙ্গ করে উলু ধ্বনি, শঙ্খধ্বনি দেওয়া হয় । তাঁর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। এরপরই গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যান ঋতুপর্ণা । তবে, গাড়িতে ওঠার পরও নিস্তার পাননি। ঋতুপর্ণার গাড়িতে রীতিমতো ধাক্কা দেন আন্দোলনকারীরা । তাঁর গাড়ির কাঁচে ধাক্কা দিয়ে চলে গো ব্যাক স্লোগান । ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে টলিউড । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র নিন্দা করেছেন সুদীপ্তা, সুজয়প্রসাদ থেকে চৈতি ঘোষাল, ভাস্বর সকলেই । তাঁদের প্রশ্ন, একদিকে যখন এক উপর মহিলার নারকীয় অত্যাচারের প্রতিবাদে গোটা শহরে বিচারের জন্য গর্জে উঠছে । তখন শ্যামবাজারে আরেক নারীকে এভাবে অসম্মান করা হচ্ছে ? প্রশ্ন তুলছেন টলিউডের কলাকুশলীরা|
Hindustan TV Bangla Bengali News Portal