দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সন্দীপ ঘোষকে আর হেফাজতে নিতে চায় না সিবিআই। হেফাজতে নেওয়ার আবেদন করেও সোমবার ফিরিয়ে নিল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে নতুন কিছু তথ্য এসেছে। সেই নিয়েই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করতে চেয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু বিচারক শুনানির সময় প্রশ্ন তোলেন, কেন জেলে গিয়ে সন্দীপকে জেরা করতে পারবে না সিবিআই? অভিযুক্ত যে সহযোগিতা করবেন না, তা এখনই কী করে বলছেন তদন্তকারীরা? বিচারকের এই প্রশ্ন শুনেই আবেদন প্রত্যাহার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী দাবি করেন, যে হেতু সিবিআই তাঁর মক্কেলকে হেফাজতে নিতে নতুন করে আবেদন করেনি, তাই তাঁকে জামিন দেওয়া হোক।সোমবার শিয়ালদহ আদালতে আবেদন জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আরও তিনদিন দু’জনকে হেফাজতে রাখা হোক। কিন্তু পাল্টা বিচারক প্রশ্ন করেন, জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ থাকলেও কেন সন্দীপকে নিজেদের হেফাজতে চাইছে সিবিআই? এরপরই কেন্দ্রীয় তদন্তকারীরা দু’জনকে জেরার আবেদন প্রত্যাহার করে নেয় বলে খবর। অন্য দিকে, সোমবার পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ রয়েছে অভিজিতের। তাঁর আইনজীবী দাবি করেছেন, যেহেতু সিবিআই তাঁকে হেফাজতে নিতে নতুন করে আবেদন করেনি, তাই তাঁর মক্কেল জামিনের আবেদন করলে পেতে পারেন। তারপরেই অভিজিতের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী।
Hindustan TV Bangla Bengali News Portal