প্রসেনজিৎ ধর, কলকাতা :- পঞ্চমীতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করল জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট। মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রতীকী অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। ১২ ঘণ্টা অনশন করবেন তাঁরা। তাঁদের এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা।পাশাপাশি আগামিকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।আন্দোলনকারীদের দাবি, তাঁদের এই লড়াইকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। নির্যাতিতার বিচার-সহ একাধিক দাবিতে শনিবার সন্ধ্যায় আমরণ অনশনে বসেন ৬ জুনিয়র চিকিৎসক। গতকাল অর্থাৎ রবিবার রাতে তাতে শামিল হন আন্দোলনের মুখ তথা চিকিৎসক অনিকেত মাহাতো। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা। সেখানেই একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামিকাল অর্থাৎ পঞ্চমীতে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১২ ঘণ্টা প্রতীকী অনশন করবেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করা হবে। জানানো হয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ৯ জন অনশন শুরু করেছেন। এসবের পাশাপাশি পুজোয় ফেরা নিয়ে আন্দোলনকারীরা বললেন, “কেউ যদি চায় উৎসব করবেন। কেউ যদি চান আমাদের সঙ্গে থাকতে তবে থাকবেন।”সোমবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ থেকে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়। জুনিয়র ডাক্তারেরা বলেন, ‘‘মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি প্রতীকী অনশন হবে। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা এই অনশনে যোগ দেবেন।’’ এছাড়াও একটি ‘মহামিছিল’-এরও ঘোযণা করেছেন জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে অনশন মঞ্চ পর্যন্ত মিছিল হবে। সাধারণ নাগরিক থেকে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।