Breaking News

ডাক্তারদের দশ দাবিতে সাত মেনেছে সরকার!জুনিয়র ডাক্তারদের অনশন তোলার অনুরোধ মুখ্যসচিবের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবারও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিনের বৈঠকে মুখ্যসচিব স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, সরকার ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে সহানুভূতিশীল এবং তা সুনিশ্চিত করার ব্যাপারে দায়বদ্ধ। চিকিৎসকদের ১০ দফা দাবির মধ্যে ৭টি বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে বাকি তিনটি বিষয়ে টাইমলাইন বেঁধে দেওয়া সম্ভব নয়। দাবিমতো অধিকাংশ কাজ হয়ে গিয়েছে। সামান্যই বাকি এবং তা সময়সাপেক্ষ। এই যুক্তি দেখিয়ে অবশেষে জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহারের আর্জি জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার ৮ চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে মুখ্যসচিব একথা জানালেন। বললেন, ”আমরা আবেদন করছি, এবার অনশন তুলে নিন আপনারা। আপনাদের ১০ টা দাবির মধ্যে সাতটা কাজই হয়েছে। বাকি যা আছে, তা আমরা নজরে রেখেছি। কাজ এগোচ্ছে।” এদিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ছিলেন। তবে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ছিলেন না। সম্ভবত তার একটা কারণ হল, জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যসচিব পদ থেকে নিগমের অপসারণ দাবি করেছেন। নবান্ন সূত্রের মতে, বৈঠকে নিগম অনুপস্থিত থাকলেও একটা বিষয়ে সরকার একেবারেই অনড় অবস্থান নিয়েছে। তা হল, নিগমকে স্বাস্থ্যসচিবের পদ থেকে কোনওভাবেই এখন সরানো হবে না। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে তাঁদের সংগঠনের মধ্যেও মতান্তর তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এই আন্দোলন দিশাহীন। রাজনৈতিক উস্কানিতে পড়ে কয়েকজন জুনিয়র ডাক্তারদের বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। অনশনের কারণে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন ওরাই অনশন তুলে নেওয়ার রাস্তা খুঁজতে এই দরজা ওই দরজায় কড়া নাড়া শুরু করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *