প্রসেনজিৎ ধর, হুগলি:-সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ‘দানা’ নিয়ে আতঙ্ক | দানার গতিপ্রকৃতি নিয়ে হাওয়া অফিস জানিয়েছে ডানার কেন্দ্রবিন্দু সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে| পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র| আবহাওয়া দফতরের মতে, ঘূর্ণিঝড় ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে | ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখের সকালের মধ্যেই তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে সেটি |
আর ঘূর্ণিঝড় ডানা আঁছড়ে পড়ার আগেই ডানকুনিতে ভেঙে পড়ল ব্রিজ | ডানকুনি পুরসভার ৭নং ওয়ার্ডের ঢোঙাঘাটা পোল ভেঙে আহত হন এক বাইক আরোহী | স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে | স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ এক বাইক আরোহী ওই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই ভেঙে পড়ে ব্রিজের একাংশ | বাইক আরোহী পড়ে গিয়ে আহত হন | স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন |এই ব্রিজের বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছে ডানকুনি পুরসভা পুর মাতা হাসিনা সাবনাম | তিনি জানান এই ব্রিজ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানিয়েছি | এমনকি গত ২রা আগস্ট আমি এই ব্রিজ সম্পর্কে পৌরসভাকে চিঠি করেছি এবং আমি কর্মীদের দিয়ে অস্থায়ীভাবে কিছুটা হলেও মেরামত করার চেষ্টা করেছি | তিনি আরও জানান আমরা চাইবো নতুন করে বৃষ্টি নতুনভাবে নির্মিত এবং সম্প্রসারণ করা হোক| ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান তিনি |