Breaking News

ক্যানসার আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর দ্বিগুণ করল হাই কোর্ট!

প্রসেনজিৎ ধর :- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অঙ্কের নম্বর নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | যার ফলে রাতারাতি বদলে গেল এক পরীক্ষার্থীর ২ বছর আগের পরীক্ষার রেজাল্ট। ২০১৬ সাল থেকেই মারণ রোগ ক্যান্সারের সাথে লড়াই করছেন কৃষ্ণগরের বাসিন্দা বর্ষণ চক্রবর্তী| অসুস্থ শরীরেই বসেছিলেন জীবনের অন্যতম কঠিন পরীক্ষা উচমাধ্যমিকে | দু’বছর আগে ২০২২ সালের সেই পরীক্ষাতেই অঙ্কের লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে ৭৬ নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলেন বর্ষণ |কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে অঙ্কের নম্বর দেখে খটকা লেগেছিল বর্ষণের। লিখিত পরীক্ষায় তিনি ৮০ নম্বরে ৩৫ পেয়েছিলেন। অঙ্কের খাতা রিভিউ করতে দিয়েছিলেন ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাঁকে খাতার ফোটোকপি দেখায়। সে সময় বর্ষণ লক্ষ্য করেন, পরীক্ষার সময়ে যে অতিরিক্ত পাতা তিনি নিয়েছিলেন, তা নেই।বর্ষণ উচ্চ মাধ্যমিক সংসদের কাছে দাবি করেন, অতিরিক্ত পাতায় যে অঙ্কগুলি তিনি করেছিলেন, তার নম্বর দিয়ে দেওয়া হোক। যদিও সংসদ তাতে রাজি হয়নি। এর পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বর্ষণ। অঙ্কের লিখিত পরীক্ষায় আগে যা পেয়েছিলেন, সেই নম্বর হাই কোর্টের নির্দেশে দ্বিগুণ হয়। উচ্চ মাধ্যমিকে অঙ্কে তিনি আগে মোট পেয়েছিলেন ৫৫। ৩৫ নম্বর লিখিত পরীক্ষায়, ২০ নম্বর প্রজেক্টে। এখন সেই নম্বর বৃদ্ধি পেয়ে হয়েছে ৯০। উচ্চ মাধ্যমিকে মোট ৩৯৭ পেয়েছিলেন বর্ষণ। এখন ৪৩২ নম্বর হয়েছে তাঁর।দেরিতে হলেও কোর্টের নির্দেশে নম্বর বাড়ায় স্বস্তিতে বর্ষণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *