Breaking News

রাত পোহালে বেরোবে আরজি কর মামলার রায়!ধৃত সিভিকই কি ধর্ষক আর খুনি?শনিবার রায় জানিয়ে দেবে আদালত

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামীকাল আরজি কর মামলার রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদহ আদালতে। চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পরিণতি কী হয়, তা জানতে এ রাজ্য ছাড়িয়ে গোটা দেশ |ফাঁসি নাকি যাবজ্জীবন, মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নিয়তি কি হবে তা জানতে চায় সকলেই | ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হল তরুণী ডাক্তারের দেহ। নৃশংতার সীমা পার করা ঘটনা। ধর্ষণ করে খুন। পাশবিক অত্যাচারের চিহ্ন স্পষ্ট ছিল তরুণী ডাক্তারের দেহে |অর্ধনগ্ন দেহটি মিলেছিল আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে। সেই ঘটনায় কলকাতা পুলিশ গ্রেফতার করল সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে। এই ঘটনার সুবিচারের দাবি পথে নামে কলকাতা। গত ১৪ আগস্ট রাতদখল করেন মহিলারা। তাতে ব্যাপক সাড়া মেলে। অংশ নেন বিভিন্ন বয়সের মানুষজন। ওই রাতেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলে ব্যাপক ভাঙচুর করা হয়। গত ১৮ আগস্ট এই ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। এদিকে, আবার সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হন চিকিৎসকরা। গত ২ এবং ৩ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেন। ১০ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা অবস্থান আন্দোলন শুরু করেন। ১১ ও ১২ সেপ্টেম্বর নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক দেন। তবে দুদিনই বৈঠক ভেস্তে যায়।ধর্ষণ-খুনের মামলায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছিল সিবিআই। যদিও তাঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে ওই মামলায় সন্দীপ এবং অভিজিৎ দু’জনেই জামিন পেয়েছেন। অভিজিতের জেলমুক্তি হলেও আরজি করে দুর্নীতির মামলায় সন্দীপ এখনও বন্দি |গত ৭ অক্টোবর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম উল্লেখ করে সিবিআই চার্জশিট পেশ করে আদালতে। গত ১৯ অক্টোবর মুখ্যসচিবের মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফের বৈঠক হয়। অনশনকারীরা তাঁর লাইভ সম্প্রচার দেখেন। বৈঠকের পর ওইদিনই অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। গত ৪ নভেম্বর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। তার ১ মাস ৭ দিনের মাথায় আগামী ১৮ জানুয়ারি আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় রায়দান। কী জানায় আদালত, সেদিকে নজর সকলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *