দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। মঙ্গলবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া হয়। কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে CFSLএ পাঠানো হবে বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। সেখানে আগে থেকে সিবিআইয়ের কাছে থাকা কাকুর কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে নমুনা কণ্ঠস্বর।নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর থেকে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। ফলে সিবিআই দীর্ঘদিন ধরে কন্ঠস্বর রেকর্ড করতে চাইলেও তা সম্ভব হচ্ছিল না। কারণ, একাধিকবার দিন নির্ধারণ করা হলেও জেলের তরফে জানানো হয়, সুজয়কৃষ্ণের যা শারীরিক পরিস্থিতি তাতে এই মুহূর্তে তাঁকে আদালতে হাজির করানো সম্ভব নয়। ফলে চারবার চেষ্টা করেও কন্ঠস্বর রেকর্ড করতে পারেনি সিবিআই। মঙ্গলবার অবশেষে লক্ষ্যপূরণ হল। জানা যাচ্ছে, এই নমুনা পাঠানো হবে দিল্লির ল্যাবে। সিবিআইয়ের কাছে থাকা অডিও ক্লিপের সঙ্গে এদিনের কন্ঠস্বরের নমুনা মিললে নিয়োগ দুর্নীতির তদন্তে অনেকটা সহযোগিতা হবে বলেই মনে করছেন তদন্তকারীরা।গত ৬ জানুয়ারি ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল কালীঘাটের কাকুকে। সেদিনই বিচারক স্পষ্ট জানান, এই মামলায় মোট ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের যথেষ্ট প্রমাণ রয়েছে। সে কারণেই প্রথম প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের চার নম্বর ধারায় ‘কাকুর’ বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সুজয়কৃষ্ণ ভদ্রকে ভয়েস স্যাম্পল দিতেই হবে। সেই নমুনা দেওয়ার পর আবার জেলেই পাঠানো হয়েছে তাঁকে।
Hindustan TV Bangla Bengali News Portal