প্রসেনজিৎ ধর, হুগলি:- এবার আরও বিপাকে চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল, সাসপেন্ড করা হল চণ্ডীতলা থানার প্রাক্তন আইসিকে। জেলা পুলিশের শীর্ষ কর্তাদের না জানিয়ে নিজের এলাকা ছেড়ে অন্যত্র গিয়েছিলেন, সেই জন্যই সাসপেন্ড করা হল বলে পুলিশ সূত্রে খবর। রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম নির্দেশিকা জারি করে জয়ন্তকে সাসপেন্ড (নিলম্বিত) করার কথা জানান। এডিজি (আইনশৃঙ্খলা)-র নির্দেশিকায় বলা হয়েছে, জয়ন্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে। বিভাগীয় তদন্ত চলার সময় তিনি পদে থাকলে তা জনস্বার্থের জন্য ক্ষতিকারক হবে। সেই সব দিক মাথায় রেখে প্রাক্তন আইসিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত বলে জানিয়েছে পুলিশ। নিয়ম অনুসারে সাসপেন্ড থাকার সময় মূল বেতনের অর্ধেক পাবেন ওই পুলিশ আধিকারিক। বদলির পরবর্তী নির্দেশিকা না-আসা পর্যন্ত হুগলি গ্রামীণ পুলিশের সদর দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে জয়ন্তকে।গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে গুলি চলে মধ্য হাওড়া নেতাজি সুভাষ রোডে, একটি পেট্রোল পাম্পের কাছে। গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলার থানার তত্কালীন আইসি জয়ন্ত পাল। পুলিশের বোর্ড লাগানো গাড়িতে চেপে ওই এলাকায় এসেছিলেন তিনি। শুধু তাই নয়, সঙ্গে ছিলেন বান্ধবীও | ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। চণ্ডীতলার থানার আইসি-র পদ থেকে সরিয়ে দেওয়া হয় জয়ন্তকে। গোটা ঘটনার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে হয় হুগলি গ্রামীণ জেলা পুলিশ।সূত্রের খবর, হুগলির পুলিশসুপারের কাছে রিপোর্ট জমা দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এরপর সেই রিপোর্ট জমা পড়ে এডিজি(আইনশৃঙ্খলা) কাছেও। নিয়ম অনুযায়ী কোনও অফিসার সংশ্লিষ্ট থানা এলাকার বাইরে গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। রিপোর্টে উল্লেখ, অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক ছুটিতে ছিলেন না, তবুও নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছিলেন তিনি। তাও আবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই| সেকারণে সাসপেন্ড করা হল ওই পুলিশ আধিকারিককে।
Hindustan TV Bangla Bengali News Portal