দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নেমে পড়েছে এসএফআই। বিভিন্ন জায়গায় মিছিল, অবরোধ শুরু হয়ে গিয়েছে। আবার ৩ মার্চ উচ্চমাধ্যমিকের প্রথম দিন ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআইয়ের তরফে। কিন্তু ওইদিনই উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা। যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, তাই বাড়তি সতর্ক পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। উচ্চমাধ্যমিক পড়ুয়াদের কথা মাথায় রেখে রাস্তায় প্রচুর সংখ্যায় পুলিশ থাকবে। যাতে কারও কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হবে। পড়ুয়াদের কোনও অসুবিধা হবে না।” ছাত্রছাত্রীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল – ৯৪৩২৬১০০৩৯। প্রয়োজন হলে ১০০ নম্বর ডায়ালও করতে পারেন পরীক্ষার্থী কিংবা অভিভাবকরা। সেক্ষেত্রে স্থানীয় থানা দ্রুত ব্যবস্থা করবে। শুধু কলকাতা নয়। গোটা রাজ্যেই সোমবার রাস্তায় অতিরিক্ত পুলিশ প্রহরার বন্দোবস্ত করা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর দিন কেউ কোনও বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া রাস্তায় পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থাও করা হবে। যতটুকু হেল্প করার দরকার সবটা করা হবে। অত্যন্ত সিরিয়াসলি এটা দেখছি আমরা। এটা পড়ুয়াদের ভবিষ্যতের ব্যাপার। কাল পর্যাপ্ত পুলিশ থাকবে। ট্রাফিক বিভাগও সক্রিয় থাকবে। রেলস্টেশন ও বাসস্টপ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি যে ব্যবস্থা করা হয়েছে অত্যন্ত সহায়ক হবে। কিয়স্কে সিভিক ভলান্টিয়ার সহ রাজ্য পুলিশের যারা থাকবেন তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
