প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবন্ধুর অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার এক। ধৃত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। মহম্মদ শাহিল আলি নামের যুবক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী। বর্তমানে এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত তিনি। অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।আদালত তাঁকে ১২ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।এদিকে শনিবার বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় পাঁচটি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। তার মধ্যে তিনটিই করা হয়েছে ওয়েবকুপার তরফে। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে খবর। অন্যদিকে, ক্যাম্পাসে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পড়ুয়াদের তরফেও পাল্টা এফআইআর দায়ের হয়েছে। তবে রবিবার যাতে নতুন করে কোনও অশান্তি ছড়িয়ে না পরে সেদিকে নজর রয়েছে পুলিশের।শনিবার তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর সামনেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জোরাল আন্দোলনে সরব হন পড়ুয়ারা। ওঠে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি। তা নিয়েই তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। উত্তেজনার আবহেই শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে আহত হন দুই ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলেই সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি রয়েছে বাম ছাত্র সংগঠনের। এসএফআই সূত্রে খবর, পরবর্তী কর্মসূচি স্থির করতে সোমবারের কর্মসূচির পর আবার জিবি বৈঠক হবে|
