প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। দমদমের একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুলে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালালো ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।সূত্রের খবর অনুযায়ী, দমদমের ওই সরকারি স্কুলের ছাত্রীর সঙ্গে অশালিন আচরণের অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সোমবার ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে নির্যাতিতা ছাত্রী অষ্টম শ্রেণিতে পাঠরতা। দমদম বিশরপাড়া এলাকার বাসিন্দা।এদিন সকাল থেকেই স্কুলের সামনে জড়ো হতে থাকে অভিভাবকেরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারির দাবি তুলেছেন বিক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁদের দাবি এই প্রথম নয়, এর আগেও এই কাণ্ড করেছেন ওই হেডমাস্টার। ইতিমধ্যেই নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্য দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত সোমবার। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে ডেকেছিল অভিযুক্ত প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্য। সেখানেই সে ওই পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ করে বলে দাবি। নির্যাতিতার কথায়, বুকের জামা ধরে টান মারে। গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ । বাড়ি ফিরে পরিবারকে পুরো বিষয়টা জানায় সে। এরপরই স্কুলের অন্যান্য অভিভাবকরা জানতে পারেন।প্রধান শিক্ষকের গ্রেপ্তারির দাবি করেন। তাদের কথায়, এর আগেও হেডমাস্টার অনেক ছাত্রীর শ্লীলতাহানি করেছে। দমদম থানায় অভিযোগ দায়ের হয়। ছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে এই নোংরামি চলছিল। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। রোজই কোনও না কোনও ছাত্রীর গায়ে হাত দিত ওই শিক্ষক। এদিন স্কুলে তুলকালাম হলেও গরহাজির ছিল অভিযুক্ত প্রধান শিক্ষক। তদন্ত শুরু হয়েছে।
