দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি যে আন্দোলনকারীরা ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি চলে এই ধরপাকড়ের সময়।যদিও চাকরিহারাদের দাবি, তাঁরা কোনও রকম অশান্তি করেননি। শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ তাঁদের উপর অত্যাচার করে।ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরিহারারা বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করছেন। শুক্রবার তাঁরা ‘অর্ধনগ্ন’ মিছিলের কর্মসূচি নিয়েছিলেন। দেখা যায়, সেই মিছিল ঠিক মতো শুরু হওয়ার আগেই শহরের নানা প্রান্ত থেকে প্রতিবাদী চাকরিহারাদের আটক করা হয়। ধর্মতলা থেকে শুরু করে শিয়ালদহ স্টেশন, সব জায়গা রীতিমতো তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ চাকরিহারাদের আটক করে। বেলা গড়াতে বিকাশ ভবন চত্বরেও ধরা পড়ল একই ছবি।শুক্রবার দুপুরে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যে আন্দোলনকারীরা ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত বচসা, ধস্তাধস্তি হয়। প্রতিবাদীদের দাবি, তাঁরা কোনও রকম অশান্তি করেননি। শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ অনৈতিকভাবে তাঁদের ওপর অত্যাচার করেছে। আবারও লাঠিচার্জ করা হয়েছে। মহিলাদেরও মারতে বাদ রাখেনি পুলিশ। চাকরিহারাদের এই আন্দোলন নিয়ে অবশ্য পুলিশের বক্তব্য, তাঁরা শালীনতা বজায় রাখছেন না। বিকাশ ভবন চত্বর একটি পাবলিক প্লেস। তাই সেখানে এই ধরনের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ করা যাবে না। ডিসি বিধাননগর পুলিশ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যদি কোনও প্রতিবাদ কর্মসূচি হয় তাহলে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু চাকরিহারারা তা করছেন না। শালীনতা বজায় রাখছেন না। তাই এই ধরনের কোনও প্রতিবাদ কর্মসূচি বরদাস্ত করা হবে না।চাকরিহারারা সাফ জানান, তাঁদের তরফে কোনও অশালীন কাজ করা হয়নি। বরং পুলিশ অকারণে তাঁদের ওপর অত্যাচার করেছে। বিনা প্ররোচনায় তাঁদের অনেককে আটক করেছে, টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal