দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য জুড়ে অনলাইনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা নেওয়া শুরু হতেই বিপুল সাড়া মিলল চাকরিপ্রার্থীদের। বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার (১৬ জুন) রাত ১০টা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হয়। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। খুশি শিক্ষা দফতর।শিক্ষা দফতরের পক্ষ থেকে এসএসসি-কে এই শূন্যপদের সংখ্যা জানানো হয়। এই শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানের। ৪৩৫২টি শূন্যপদ ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য ৩৯০১টি শূন্যপদ রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এদিকে চাকরিহারা সকলকে পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ পরীক্ষা হচ্ছে। ওঁরা যদি সুপ্রিম কোর্টেই যেতে চান, তাহলে যেতে পারেন।’’শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন, ‘আমার কাছে যা খবর, তাতে ইতিমধ্যে প্রচুর আবেদন জমা পড়েছে।’ যে সব ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক ফর্ম ফিলাপ করবেন না ও পরীক্ষা দেবেন না বলেছেন, তাঁদের উদ্দেশে ব্রাত্যর আর্জি, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে। আমি ওঁদের কাছে আবেদন করতে পারি, এই ধরনের কোনও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আবেদন করুন। রাজ্য সরকার এবং এসএসসি আপনাদের সবরকম সাহায্য করবে।’তবে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে একাংশ এই পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অনড় রয়েছেন। অপরদিকে, সেন্ট্রাল পার্কে অনশনরত ১০ জনের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ায়, মঙ্গলবার আরও ৬ জন অনশনে বসেন, যাঁদের মধ্যে একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষকও রয়েছেন।সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে নতুন নিয়োগ পরীক্ষায় বসা অনেকটাই বাধ্যতামূলক হয়ে পড়েছে। এরমধ্যেই ওবিসি সংরক্ষণের তালিকা স্থগিত করেছে কলকাতা হাই কোর্ট, যা এই নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলবে কিনা, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ এসএসসি।
বর্তমানে রাজ্যের শিক্ষক নিয়োগ পরিস্থিতি ঘিরে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের মধ্যে রয়েছে প্রবল আগ্রহ ও উত্তেজনা। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত গতিতে সম্পন্ন হবে বলে আশ্বাস দিচ্ছে প্রশাসন।
Hindustan TV Bangla Bengali News Portal