প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্কুল সার্ভিস কমিশনের নয়া বিজ্ঞপ্তি নিয়ে ফের আদালতের দ্বারস্থ যোগ্য প্রার্থীদের আইনজীবীরা ৷ চিহ্নিত ‘অযোগ্য’রা স্কুল সার্ভিস কমিশনের নয়া পরীক্ষায় বসতে পারবেন না ৷ সোমবারই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু এসএসসি-র নয়া নিয়োগ বিজ্ঞপ্তির আরও কয়েকটি বিধি নিয়ে আপত্তি রয়েছে মামলাকারীদের ৷ অভিযোগ, সেই আপত্তিতে কর্ণপাত করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ ৷ তাই মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম ৷ সোমবার যোগ্য চাকরিহারারা তাঁদের আবেদনে চারটি বিষয়ের কথা একক বেঞ্চে জানিয়েছিল- অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না (এই আবেদনে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য সাড়া দিয়েছেন)| এছাড়া আরও তিনটি দাবি ছিল তাঁদের ৷নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার কথা জানানো হয়েছে। সেই বিষয়কে সামনে এনে মামলাকারীদের প্রশ্ন, যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি, তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ওই নম্বর কেন দেওয়া হবে? শুধু তাই নয়, অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে বলেও দাবি। আদালতে জানানো হয়েছে, নিয়োগের বয়সসীমা নিয়ম বিভ্রান্তি রয়েছে। সিঙ্গল বেঞ্চ এই বিষয়ে কোনও বার্তা দেয়নি। এবার এই বিষয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal