দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত আবেদনের জমা দেওয়া দেওয়ার কথা ছিল। সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের কথা চিন্তা করে ১৪ জুলাইয়ের পর আরও সাতদিন আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে এসএসসি। অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এসএসসি সূত্রে খবর, বিভিন্ন কারণেই অনেক চাকরিপ্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের ১৬ জুন থেকে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করে এসএসসি। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তবে এই আবেদন প্রক্রিয়ার মাঝপথে চারদিন মতো পোর্টাল বন্ধ ছিল প্রযুক্তিগত সমস্যার কারণে| এই সময়ের মধ্যে বহু প্রার্থী আবেদন করতে পারেননি বলে অভিযোগ। এছাড়াও, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে শিক্ষক প্যানেল বাতিল সংক্রান্ত রিভিউ পিটিশনও দায়ের করেছে, যার শুনানি হওয়ার কথা জুলাইয়ের শেষের দিকে। সব মিলিয়ে সব পরিস্থিতি বিবেচনা করেই এই আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসএসসি।ইতিমধ্যেই সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এসএসসি-র তরফে জানানো হয়েছে, আবেদনকারীদের যাতে কোনও অসুবিধা না হয় এবং যোগ্য প্রার্থীরা সময়মতো আবেদন করতে পারেন, সেই লক্ষ্যেই পোর্টালের সময়সীমা বাড়ানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal