Breaking News

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! সিদ্ধান্তেই সিন্ডিকেটের সিলমোহর

প্রসেনজিৎ ধর, কলকাতা:- টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরের পরীক্ষা হবে। যদিও ওই দিন যানযন্ত্রণা হতে পারে বলে রাজ্য সরকারের তরফে বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার দিনক্ষণ পিছনোর অনুরোধও করা হয়। সেই মতো বিশ্ববিদ্যালয়ের বৈঠকও হয় পরিচালন সমিতির। বৈঠকে দিনক্ষণ পিছোনোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিক ভাবে। তবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই সিদ্ধান্তে সাড়া দেননি বলেই অভিযোগ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সরকারের প্রতিনিধি ওমপ্রকাশ মিশ্র।আগামী ২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ওই দিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ (বিকম) এবং আইন বিভাগ (বিএ এলএলবি)-র চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর এই সিদ্ধান্ত সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল টিএমসিপি। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের অভিযোগ, “এটা দিল্লির ইশারায় চালিত এক রাজনৈতিক অপকৌশল।” টিএমসিপি সরব হতেই উচ্চ শিক্ষা দফতরের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে পরীক্ষার দিন বদল করতে বলা হয়েছিল। এরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে সিন্ডিকেটের বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, ২৮ অগস্টই হবে স্নাতকের পরীক্ষা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *