Breaking News

পুলিশ সেজে রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে কারখানায় তোলাবাজি ! গ্রেফতার ২

প্রসেনজিৎ ধর, হুগলি:- পুলিশের পোশাক পরে, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ,৫০ লক্ষ টাকা দাবী ব্যবসায়ীর কাছ থেকে,পোলবায় গ্রেপ্তার দুই ভুয়ো পুলিশ, উদ্ধার পুলিশের পোশাক ও নকল অস্ত্রের খাপ। পোলবা থানায় ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সি জানান,পুলিশ সেজে তোলাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা(২৮), বাড়ি বলাগড়ের কুন্তিঘাটে, প্রতাপ ঘোষ(৩৬), বাড়ি মগড়ার তালান্ডু মালিপাড়া। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক,পিস্তল রাখার খাপ,দুটি মোবাইল ফোন,কার্তুজের ব্যাগ।পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় প্রতারণা চালাত। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না।
সুগন্ধা দিল্লি রোডের পাশে কারখানা রয়েছে তপন মজুমদারের। গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় কয়েকবার পুলিশ সেজে গিয়েছিল অভিযুক্তরা। পুলিশের পোশাক পরে কারখানায় ঢুকে কর্মীদেরকে ভয় দেখায়। তারপর ৫০ লক্ষ টাকা দাবি করে। ব্যবসায়ী বলেন, “হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর সঙ্গে ছবি দেখিয়ে শাসক দল ঘনিষ্ঠ বলে দাবি করে অভিযুক্তরা। টাকা না দিলে ব্যবসা করতে পারবেন না।” এরপরই পোলবা থানা বিষয়টি জানতে পারে।লিখিত অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে হুগলির সুগন্ধা থেকে তাঁদের গ্রেফতার করে পোলবা থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, দুটি মোবাইল ফোন ও কার্তুজের ব্যাগ উদ্ধার হয়েছে । বুধবার ধৃতদের চুঁচুড়া জেলা আদালতে পেশ করে হুগলি গ্রামীণ পুলিশ । ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *