Breaking News

সিঙ্গল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা ‘দাগী’দের! অযোগ্যদের পরীক্ষায় বসার আবেদন খারিজ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল অযোগ্যদের এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার আবেদন ৷ এর আগে গত ২ সেপ্টেম্বর বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে ‘অযোগ্য’ শিক্ষকদের আবেদনের শুনানি হয় ৷ তাঁরা জানিয়েছিলেন, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় তাঁদের বসতে দেওয়া হোক ৷ সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি ৷ আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি ২০১৬ সালের প্যানেলের নিয়োগ পরীক্ষা হবে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই পরীক্ষায় অযোগ্যরা বসতে পারবেন না ৷স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা ‘অযোগ্য’ দের তালিকা চ্যালেঞ্জ করে এবং পরীক্ষায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন প্রায় ৩৫০ জন ‘দাগী’ শিক্ষক। গত মঙ্গলবার তাঁদের ‘যোগ্য’ বলে ঘোষণা করার আবেদন খারিজ করেন কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, “মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই হস্তক্ষেপ নয়। এই মুহূর্তে ১৮০৬ জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয়।”এরপরই বিচারপতি প্রশ্ন করেন ‘দাগী’ শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি না। আইনজীবী অনিন্দ্য লাহিড়ি জবাবে জানান, না। পালটা বিচারপতির মন্তব্য, “তাহলে আপনারা আগে আদালতে কেন আসেননি ? শেষ মুহূর্তে কেন এসেছেন? আপনারা ‘দাগী’ শিক্ষক। এখন পরীক্ষায় বসতে চাইছেন ? সব কিছুর একটা সীমা থাকা দরকার।” সিঙ্গলবেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারীরা।বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যর রায় বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। নির্দেশ অনুযায়ী, এসএসসির তালিকা অনুযায়ী ‘দাগী’রা বসতে পারবে না পরীক্ষায়। এদিন অ্যাডমিট কার্ড ইস্যু নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি চক্রবর্তী। কমিশনের তরফে জানানো হয়, “ভুলবশত কেউ কেউ অ্যাডমিট পেয়েছে।” তা নিয়ে কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। বলেন, “এই ভুলের জন্য কমিশনের আধিকারিকদের কেন কাঠগড়ায় তোলা হবে না?”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *