Breaking News

পুজোর প্রস্তুতি, বুধবার বৈঠকে কলকাতার নগরপাল!হাজির থাকবেন প্রায় ১৫০০ পুজো উদ্যোক্তা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর সময়ে শহরের বিভিন্ন মণ্ডপে ভোরের দিকে কমে যায় পুলিশের উপস্থিতি। অথচ, ওই সময়েও দর্শনার্থীদের ভিড় থাকে। পুজোর দিনগুলি ভোরের ভিড় নিয়ন্ত্রণে ফি বছর মেলে না পর্যাপ্ত পরিমাণ পুলিশ ৷ পুজোর উদোক্তাদের এই অভিযোগের পর ওই সময় নিরাপত্তা নিয়ে চিন্তায় লালবাজার ৷ স্থায়ী সমাধান খুঁজতে বুধবার সকলকে নিয়ে বৈঠকে বসবেন নগরপাল মনোজ ভার্মা ৷সরকারি সূত্রে খবর, বৈঠকে হাজির থাকবেন প্রায় ১৫০০ পুজো উদ্যোক্তা। উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার আধিকারিক, সিইএসসি, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-সহ প্রশাসনের বিভিন্ন শাখার প্রতিনিধিরা।বৈঠকে অনলাইন পারমিট ব্যবস্থা, হাইকোর্টের নির্দেশিকা, চাঁদা আদায়ের নিয়ম, প্যান্ডেল নির্মাণের বিধিনিষেধ, বিসর্জন ও ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।পুলিশ সূত্রে খবর, এবার অনলাইন পারমিট প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে যাতে উদ্যোক্তারা শেষ মুহূর্তে সমস্যায় না পড়েন। আদালতের নির্দেশিকা ও প্রশাসনিক নিয়ম না মানা হলে কড়া পদক্ষেপ করা হবে। সুষ্ঠু পুজো আয়োজনে সব পক্ষের সহযোগিতা চাইবেন পুলিশ কমিশনার।পুলিশ সূত্রে খবর, এবার পুজোর কমিটিগুলোকে দেওয়া বিভিন্ন অনলাইন পারমিট প্রক্রিয়াকে আরও সহজ করা হয়েছে । উদ্যোক্তারা যাতে শেষ মুহূর্তে সমস্যায় না-পড়েন, তার জন্য আগেভাগেই প্রযুক্তিগত দিক থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে । ফলে এ বছর মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে অন্যান্য আনুষ্ঠানিক অনুমোদন, সবই সহজে মিলবে বলে আশ্বাস দিচ্ছে লালবাজার । উদ্যোক্তাদের মতে, অনলাইন প্রক্রিয়া যত সহজ করা যায়, ততই তাঁরা ব্যস্ত থাকতে পারেন পুজোর প্রস্তুতি নিয়ে ।
তবে এবার বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা । জানা গিয়েছে, আদালত যে সমস্ত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে, তা উদ্যোক্তারা পালন করছেন কি না, সেদিকে কড়া নজর রাখতে হবে কলকাতা পুলিশকে । যেমন, চাঁদা আদায়ের নিয়ম, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, ট্র্যাফিক ব্যবস্থা এবং প্যান্ডেল নির্মাণে অগ্নি-নির্বাপনের বিষয়টি । কোনও উদ্যোক্তা যদি নির্দেশিকা বা প্রশাসনিক বিধি লঙ্ঘন করেন, তবে নেওয়া হবে কঠোর পদক্ষেপ ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *