Breaking News

দেশপ্রিয় পার্কে শঙ্খধ্বনিতে নতুন রেকর্ড! নাম উঠল এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে,শাঁখ বাজিয়ে রেকর্ড গড়েছেন ৬৭০ জন মহিলা

প্রসেনজিৎ ধর, কলকাতা:- দুর্গাপুজো মানেই দেশপ্রিয় পার্কের চমক। এবারে পুজোয় তাঁদের পুজোয় যোগ করল আরও এক নতুন পালক। একসঙ্গে ৬৭০ জন মহিলা শঙ্খ বাজিয়ে গড়লেন নজির, যা জায়গা করে নিল এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।বাংলার সংস্কৃতির সঙ্গে শঙ্খধ্বনির সম্পর্ক গভীর। শুভ কাজের সূচনায়, অশুভ শক্তি দূর করতে শঙ্খ বাজানোর ঐতিহ্য বহু পুরনো। সেই ঐতিহ্যকে কেন্দ্র করেই দেশপ্রিয় পার্কের দুর্গোৎসব মঞ্চে আয়োজন করা হয় এই বৃহৎ শঙ্খবাদনের। সকলে মিলে শঙ্খ বাজানোর মুহূর্তে চারদিক গমগম করে ওঠে, আর সেখানেই তৈরি হয় ইতিহাস। দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের সম্পাদক সুদীপ্ত কুমার বলেন, এবার মণ্ডপে ১৭০ ফুট লম্বা নৌকার প্রতিরূপ তৈরি হয়েছে। তার পাশাপাশি ৬৭০ মহিলার সম্মিলিত শঙ্খধ্বনিতে যে রেকর্ড গড়া হল, সেটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। দেশপ্রিয় পার্ক বোধহয় রেকর্ড তৈরির জন্যই তৈরি হয়েছে।দেশপ্রিয় পার্কের সঙ্গে একযোগে গোটা কাজের বাস্তবায়নে ছিলেন কেয়া শেঠও। তিনি বলছেন, “শাঁখ আমরা সবাই বাজাই। এটা বাঙালির একটা ঐতিহ্য। সেটা থেকেই এই আইডিয়া আসে। ভেবেছিলাম যদি রেকর্ড তৈরি করা যায়। তারপরই এর নাম দিই বাজাব শঙ্খ, করব রেকর্ড। আমরা দুটো রেকর্ডে নাম তুলতে পেরেছি। এশিয়া বুক অফ রেকর্ড, আর একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড একসঙ্গে গড়েছি।” অনুষ্ঠানের আয়োজকদের তরফে সুনন্দ বললেন, “এত মহিলা যে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন সেটা আমাদের জন্য, কলকাতাবাসীদের জন্য, একইসঙ্গে সমস্ত দুর্গাপুজো আয়োজকদের জন্য একটা গর্বের জায়গা। কারণ দুর্গাপুজোর জন্যই তো এই রেকর্ড তৈরি সম্ভব হল।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *