প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন ফের খারিজ করে দিল আদালত । বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতে তাঁর জামিনের শুনানি হয় । দীর্ঘ সওয়াল-জবাবের পর বিচারক জামিনের আর্জি খারিজ ক’রে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন ।এদিন শুনানি পর্বে জীবনকৃষ্ণের বিরুদ্ধে ‘বড় মাথার’ তত্ত্ব তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। তিনি বলেন, ‘নিয়োগ দুর্নীতির গোটা টাকা বিধায়ক ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে কোনও এক বড় মাথার কাছে পৌঁছেছে।’ নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে চাকরিপ্রার্থীদের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা, দাবি ইডি আইনজীবীর। এদিন জীবনকৃষ্ণের জামিনের বিরোধিতা করে সওয়ালকারী আদালতকে জানান, ‘কারা কত টাকা দিয়েছে, সেই টাকা কোথা থেকে কোথায় ঘুরেছে, এই নিয়ে চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উদ্ধার করা গিয়েছে।’শুনানিতে জীবনের জামিনের তীব্র বিরোধিতা করে ইডির আরও দাবি, ধৃত বিধায়কের দেওয়া বয়ান, প্রার্থীদের বয়ান দেখে আমরা কোরোবোরেট করতে পেরেছি যে কত টাকা জীবনকৃষ্ণ এবং তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ঢুকেছে। শুধু তাই নয়, কোথা থেকে সেই টাকা ঢুকেছে তাও কার্যত স্পষ্ট বলে এদিন আদালতে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।দীর্ঘ সওয়াল জবাবে জীবনকৃষ্ণ সাহার আইনজীবীর কাছে বিচারক জানতে চান, আপনার মক্কেল যে ক্রাইম করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এক্ষেত্রে বিচারকের স্পষ্ট পর্যবেক্ষণ, ২৫ হাজারের জীবন নষ্ট হয়েছে। এক্ষেত্রে বিধায়কের আইনজীবী জানান, গ্রেফতারের আগে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্পূর্ণ তথ্য দিয়েছে। আইনজীবীর কথায়, কোনও ডিসকভারি অফ ফ্যাক্ট হয়নি। এমনকী চার্জশিট হয়ে যাওয়ার পরেও আটকে রাখা হয়েছে বলে দাবি করেন আইনজীবী। ফলে যে কোনও শর্তে জীবনকৃষ্ণ সাহার জামিন মঞ্জুর করার আবেদন জানান। যদিও এদিন ফের খারিজ হয়ে যায় জামিনের আবেদন।
Hindustan TV Bangla Bengali News Portal