দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে চাকরি থেকে বহিষ্কৃতরা। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেন তাঁরা। মামলাটির শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের এজলাসে।
মামলাকারীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী তথা কলকাতা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ।আদালত সূত্রের খবর, হাইকোর্টে চাকরি হারানো গ্রুপ ডি কর্মীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী অরুণাভ ঘোষ, অনিন্দ্য লাহিড়ী এবং পার্থ দেববর্মণ। উল্লেখ্য গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, বেআইনিভাবে নিয়োগ পাওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীকে চাকরি থেকে সরিয়ে দিতে হবে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চাইলে চাকরি বাতিল হওয়া ওই কর্মীদের জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘অবিলম্বে ১৯১১ জন গ্ৰুপ-ডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করতে হবে। আমার বিশ্বাস, বেআইনি ভাবে দুর্নীতি করে এই সব প্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছিল।’ একইসঙ্গে তিনি নির্দেশ দেন, ‘যাদের সুপারিশপত্র বাতিল করা হবে, তাঁরা অন্য কোনও চাকরির পরীক্ষায় আর বসতে পারবেন না।’ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের কিছুক্ষণের মধ্যে পদক্ষেপ নেয় স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে নেয়। চাকরি বাতিল হওয়া প্রার্থীদের ওএমআর শিট-এ কারচুপি করা হয়েছিল বলে আদালতে স্বীকার করে নিয়েছে এসএসসিও।