দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
বৃহস্পতিবার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আচার্য সদন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে। চাকরির দাবিতে আচার্য সদনের গেটের বাইরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সাত সকালেই অতর্কিতে সল্টলেকে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান সল্টলেকের আচার্য সদনের সামনে। আর কোনও মৌখিক প্রতিশ্রুতি নয়। অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবি সামনে রেখেই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হাতে প্ল্যাকার্ড, এমনকি সঙ্গে থালা হাতে হাজির হন চাকরিপ্রার্থীরা। প্রবেশ গেট খুলে আচার্য সদনের সামনে ঢোকারও চেষ্টা করেন। সেইসময় আচার্য সদনে নিরাপত্তারক্ষীরা সংখ্যায় কম ছিলেন। বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিসের বিশাল বাহিনী। পুলিস আসতেই বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করেন। তখন পুলিসের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। শেষে চাকরিপ্রার্থীদের কার্যত টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়। শুধু সল্টলেকের আচার্য সদনের সামেনই নয়, এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা হাজরাতেও বিক্ষোভ দেখায়। যতীন দাস মেট্রোয় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। একজন প্রার্থী অসুস্থও হয়ে পড়েন। তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসা হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ‘চাকরির জন্য ১০ বছর ধরে দরজায় দরজায়, রাস্তায় রাস্তায় ঘুরছি।’ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সরানোর প্রক্রিয়া শুরু করে। তখনই শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। পরবর্তীতে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।