Breaking News

প্রশ্নপত্র ভাইরালের চেষ্টা উচ্চমাধ্যমিকেও,পরীক্ষা বাতিল ২ পরীক্ষার্থীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনও প্রশ্ন ভাইরালের চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনায় দুই পরীক্ষার্থীর পরীক্ষা সাসপেন্ড করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একজন স্মার্টফোন এবং আরেকজন স্মার্টওয়াচ নিয়ে ঢুকেছিল বলে অভিযোগ। তাদের হাতেনাতে ধরে ফেলে পরীক্ষা সাসপেন্ড করে সংসদ।প্রসঙ্গত, পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রথম ভাষার প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ ওঠে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে। তার ফলেই পরীক্ষা বাতিল করা হয় অভিযুক্ত পরীক্ষার্থীর। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার ঘটে ঘটনাটি।জানা গিয়েছে, মোবাইল ফোন পরীক্ষাকেন্দ্রে নিয়ে গিয়ে প্রশ্নপত্রের ছবি তুলতেই তা নজরে আসে সংসদ-এর। তড়িঘড়ি চিহ্নিত করে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর দিন থেকেই কড়া মনোভাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।শুক্রবারই শুরু হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না, কার্যত নিষিদ্ধ ছিল এগুলি। সমস্ত ডিএসি মেম্বার, সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভিজিলেটর-সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত কড়াকড়ি যে পরীক্ষা ঘিরে, মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রয়েছে, তারপরও কী করে এমন ঘটনা ঘটছে তা ভাবাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *