প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়| এবার এসএফআই (স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া)-র নেতাদের প্রাণনাশের হুমকি দিয়ে দেওয়াল লিখনের অভিযোগ উঠেছে। এই ঘটনার পেছনে আরএসএফ নামের একটি সংগঠনের নাম উঠে এসেছে। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই শাখার তরফ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।এসএফআইয়ের দাবি, অরবিন্দ ভবনের উপরের তলার দেওয়ালে লেখা হয়েছে, ‘শালকু ট্রিটমেন্ট টু এসএফআই’, সিপিএমের ওই ছাত্র সংগঠনের আরও দাবি, বিশ্ববিদ্যালয়ের একটি অতিবাম ছাত্র সংগঠনের তরফে দেওয়ালে লেখা হয়েছে, ‘বিরোধী ছাত্রছাত্রীদের লাশ ফেলার হুমকি দিলে পার্থ বিশ্বাসের মতো পরিণতি হবে।’যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের এসএফআই ইউনিট সম্পাদক অভিনব বসুর দাবি, “বেশ কয়েকদিন এবং গতকাল থেকে এই হুমকির পরিবেশ বেড়েছে। আইসিসি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান করি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন সেক্ষেত্রে বাধা দেয়।কয়েকজন কমরেডকে মারধর করা হয়। এবার অরবিন্দ ভবনের দেওয়ালে শালকু সোরেনের নাম করে হুমকি দেওয়া হয়েছে। কমরেড পার্থ বিশ্বাসের কথা বলা হয়েছে। আমরা জানি, তাঁদের ভয়ংকর পরিণতির কথা। তাঁদের সঙ্গে চূড়ান্ত অমানবিকতার কথা। এসব করেছে আরএসএফ এবং ছাত্র খুনের (প্রথম বর্ষের নবাগত) সঙ্গে জড়িত বিভিন্ন মঞ্চ যেমন ফ্যাস, ডব্লিউটিআই, ডিএসএফ-র সদস্যরা। তাঁদের নাম করেই লেখা রয়েছে।”এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এসএফআই নেতারা এই হুমকিকে সরাসরি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হামলা বলে দাবি করেছেন। তাঁদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা হচ্ছে।
