Breaking News

‘বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ’, ‘শিক্ষকদের লাথি, লাঠিচার্জ’!কসবায় লাঠিচার্জের ঘটনায় দাবি মুখ্যসচিব ও পুলিশ কমিশনারের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ। গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা শিক্ষকরা।এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, “গত ৭ তারিখ চাকরিহারা শিক্ষকদের নিয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সভা করেন। তাঁদের আশ্বাস দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের পাশে আছে সরকার। সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। কীভাবে সমস্যা সমাধান করা যায় তা স্থির করতে লিগাল সেলের সঙ্গে কথাবার্তা চলছে। তা সত্ত্বেও আজ কিছু জায়গায় অবাঞ্ছিত কয়েকটি ঘটনা ঘটেছে। হয়তো কারও মদতে হচ্ছে। কয়েকজন শিক্ষক-শিক্ষিকা কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁদের অভিনন্দন। আমরা সকলকে পুনর্বাসন, ভরসা দিতে চাইছি। সরকার পাশে আছে। চাকরিহারাদের কষ্ট, দুঃখে আমরা সমব্যথী। সকলের পাশে থাকতে যা পদক্ষেপ করা উচিত তা হচ্ছে।”কসবায় পুলিশ লাঠিচার্জ যে করেছে, তা স্বীকার করে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা। তিনি বলেন, “কসবার ডিআই অফিসে হামলায় ৬ জন জখম। তাঁদের মধ্যে ১ জন হাসপাতালে। পুলিশ বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে।” তবে চাকরিহারাদের মারধরের যে ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে তা আংশিক সত্য বলেই দাবি নগরপালের। তিনি জানান, এই ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ডিসিপির কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। সাংবাদিক বৈঠকের শেষে মুখ্যসচিব এদিন আরও বলেন, “যদি কোনও অভাব অভিযোগ থাকে, তাহলে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক নয়।”সেই সঙ্গেই পুলিশ জানিয়েছে, ওরা আন্দোলন করতেই পারেন। কিন্তু ব্যারিকেড ভেঙে ওরা চলে এসেছিলেন। আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমরা ওদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব। এদিকে কলকাতার পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, যে ফুটেজ দেখানো হয়েছে( পুলিশ লাথি মারছে)সেটা কাম্য নয়, তবে পুরো ফুটেজ দেখতে হবে। যেখানে পুলিশের উপরে হামলা হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *