প্রসেনজিৎ ধর, কলকাতা :- চাকরিহারা দুই যোগ্য শিক্ষককে থানায় গিয়ে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | সুদীপ কোঙার ও ইন্দ্রজিৎ মণ্ডলকে আগামিকাল, বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে হবে | তবে তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারব না | অর্থাৎ তাঁদের গ্রেফতার কারা যাবে না |নেওয়া যাবে না অন্য কোনও কঠোর ব্যবস্থাও| বুধবার রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দু’জনকে আজই থানায় যেতে বলুন| গিয়ে বলুন যে কারা ছিল, আমরা এই দুজনকে কিছু করব না।” রাজ্যের আশ্বাসের ভিত্তিতে তাঁদের তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করার নির্দেশ দেন বিচারপতি ঘোষ। বৃহস্পতিবার ফের মামলার শুনানি।পাশাপাশি, আন্দোলনকারীদের বিকাশ ভবনের বদলে সেন্ট্রাল পার্কে গিয়ে আন্দোলন চালানোরও পরামর্শ দেওয়া হয়েছে আদালতের তরফে ৷ চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনে পুলিশের অতি-সক্রিয়তার বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় বুধবার এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷ রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এজলাসে জানিয়েছেন, তাঁরা চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না। অন্যদিকে, বিচারপতি এদিন পুলিশের কাছে কেস ডাইরি তলব করার পাশাপাশি আন্দোলনকারী শিক্ষকদের কাছে একটি প্রস্তাব দেন | তিনি জানান, বিকাশ ভবনের বদলে সেন্ট্রাল পার্কের ভিতরে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন চাকরিহারারা ৷ ঘুরিয়ে ফিরিয়ে ৫০ থেকে ১০০ জন করে আন্দোলনে সামিল হতে পারেন ৷ এই আন্দোলন দীর্ঘদিন চালাতে হতে পারে বলেও বিচারপতি মনে করেন ৷ আগামিকাল বিকেল চারটের সময় ফের এই মামলার শুনানি।রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে জানান, রাজ্য শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। অন্তঃসত্ত্বাকে আটকানো হয়েছে। তা শুনে অবশ্য বিরক্ত হন বিচারপতি।
তিনি বলেন, “আপনারা শিক্ষক। শিক্ষকের মতো আচরণ করুন। না হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আপনারা শিক্ষক, আপনাদের অবস্থা আমি বুঝি, কিন্তু সব সরকারি কর্মী তো যুক্ত নেই।”এদিনের শুনানিতে দুই মামলাকারীর পক্ষে আইনজীবী সুদীপ্ত মৈত্র জানান, শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল। তার মধ্যে আচমকা একজন পুলিশ ঝাঁপিয়ে পড়ে। ৪৫টি এফআইআর দায়ের করা হয় এই দু’জনের বিরুদ্ধে। ১৫০০ জনের মধ্যে মাত্র দুজনের বিরুদ্ধে কেন অভিযোগ?তাছাড়া পুলিশ তাঁদের চিহ্নিত করল কীভাবে সেটাও জানতে চান আইনজীবী |পুলিশি তদন্ত হলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে বিচারপতি মনে করেন|
Hindustan TV Bangla Bengali News Portal