Breaking News

শতবর্ষে টালা প্রত্যয়ে বড় চমক!পুজোর থিমের নামকরণ করলেন মমতা, থিমের কী নাম দিলেন মুখ্যমন্ত্রী?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাঙালির সেরা পার্বণকে সামনে রেখে পুজো কমিটিগুলিও প্রস্তুতি সারছে। সেই আবহে বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার ছোট-বড় সব পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই কলকাতার এক বড় পুজো কমিটি তাদের থিমের নাম প্রকাশ করেছে |এই প্রথমবার কোনও পুজোর থিমশিল্পের নামকরণ হল তাঁর হাতে। এবার শতবর্ষের পুজো উদযাপনে টালা প্রত্যয়। উত্তর কলকাতার এই জনপ্রিয় পুজো সাজিয়ে তোলার দায়িত্বে প্রখ্যাত শিল্পী ভবতোষ সুতার। তাঁর পুজো শিল্পেরই নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। টালা প্রত্যয়ের প্রকাশ করা একটি ডিজিটাল কার্ড মারফত জানানো হয়েছে, তাদের থিমের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি নাম দিয়েছেন, ‘বীজ অঙ্গন’। টালা প্রত্যয় পুজো কমিটির তরফে শুভাশিস সোম বলেন, ‘‘সব পুজো কমিটিই নিজেদের মতো প্রচারের কৌশল সাজায়। আমরাও আমাদের মতো করে একের পর এক পরিকল্পনা করেই এগিয়েছি।পরিকল্পনা মতোই থিমের নাম উন্মোচন করেছি। আর মুখ্যমন্ত্রী যে আমাদের পুজোর থিমের নামকরণ করেছেন, তা প্রকাশের আগে প্রস্তুতি নিতে চাইছিলাম’’। ভবতোষ সুতার বলছেন, ‘‘মুখ্যমন্ত্রীর থিমের সঙ্গে সাযুজ্য রেখেই নামকরণ করেছেন। এর আগেও তিনি আমার পুজোয় প্রতিমার চোখ এঁকেছেন। প্রায় ২৫ বছর ধরে দুর্গাপুজোর কাজের সঙ্গে আমি যুক্ত। আর টালা প্রত্যয়ের শতবর্ষের পুজোর থিমের নাম যখন মুখ্যমন্ত্রী দিয়েছেন, তখন আমাকেও আমার সেরাটা দিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে আমার লড়াই আমার সঙ্গেই।’’গত তিনবছর মুখ্যমন্ত্রীই টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করেছেন। পুজো কমিটির আশা, এবারও তাঁর হাত ধরেই উৎসবের শুভ সূচনা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *