প্রসেনজিৎ ধর, কলকাতা :-ইন্টারভিউ তালিকায় দাগিদের নিয়ে, সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অমৃতা সিনহা। ‘দাগি’ তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। যদি কোনও ‘দাগি’ প্রার্থী অংশ নিয়েও নেন, তাহলে তাঁর নাম বাদ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ জানালেন বিচারপতি অমৃতা সিনহা । আরও বিস্তারিত তথ্য দিয়ে ‘দাগি’দের তালিকাপ্রকাশ করতে হবে নির্দেশ দিলেন তিনি। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
শনিবার রাতে এসএসসির একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। সেই তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের নাম নেই বলে অভিযোগ উঠতে শুরু করে। এমনকী ইন্টারভিউয়ের তালিকায় ‘অযোগ্য’ প্রার্থীদের নাম রয়েছে বলেও অভিযোগ। এরপরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। আজ সেই মামলার শুনানি হয়।শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণে জানান, ২০১৬ এবং ২০২৫ এর নিয়োগপ্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোন ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না। একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে ‘দাগি’দের শনাক্ত করা যায়, সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। সেই মতো বিস্তারিত তথ্য দিয়ে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি সিনহার।
Hindustan TV Bangla Bengali News Portal